| সকাল ১১:১৬ - রবিবার - ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

মেয়র পদে ঢাকা উত্তরে আনিসুল, দক্ষিণে খোকন, চট্টগ্রামে নাছির নির্বাচিত

অন লাইন ডেস্ক,২৯ এপ্রিল ২০১৫, বুধবার:

 নানা অভিযোগ আর বিএনপির ভোট বর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে তিন সিটি নির্বাচন। তিন সিটিতেই জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ব্যবসায়ী আনিসুল হক, দক্ষিণে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন এবং চট্টগ্রামে আ জ ম নাছির মেয়র নির্বাচিত হয়েছেন। টেবিল ঘড়ি প্রতীকে আনিসুল হক পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট। তার চেয়ে ১ লাখ ৩৫ হাজার ৩৭ ভোট কম পেয়েছেন ‘আদর্শ ঢাকা আন্দোলনে’র প্রার্থী তাবিথ আউয়াল। প্রায় সাড়ে ২৩ লাখ ভোটারের ঢাকা উত্তরে মোট ১০৯৩টি কেন্দ্রে তাবিথের বাস প্রতীকে ভোট পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৮০টি।  ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফ এর ছেলে বাবার মতোই ইলিশ প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট। ৮৮৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত তিনটি বাদে বাকিগুলোতে ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট পাওয়া ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস অবশ্য ভোটগ্রহণের মাঝপর্যায়েই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এদিকে প্রথম ভোটে নেমেই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নিবার্চিত হয়েছেন আ জ ম নাছির। হাতি প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১টি। মোট ৭১৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে কমলা লেবু প্রতীকে মনজুর পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট। এর আগে মনজুরের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে এসে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৮০ শতাংশ ভোট কেন্দ্রই দখল হয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ১:১১ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৫