| রাত ২:২৩ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা

নেত্রকোনা প্রতিনিধি : জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে আজ মঙ্গলবার নেত্রকোনায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে আদালত প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ মো. সাদিক গোলাম সারওয়ার। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. তরুণ কানি- শিকদার, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ ড. এ কে এম আবুল কাশেম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ, চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. রুকনোজ্জামান, যুগ্ম জেলা জজ আফিয়া বেগম, এডিসি ইউসুফ আলী, এডিএম ড. মুহাম্মদ মাহে আলম, নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত রায়, পিপি গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল, সিনিয়র সহকারী জজ মইনুল হাসান ইউসুফসহ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আইনজীবী, বিভিন্ন এনজিও কর্মীগন। পরে নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৫ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০১৫