| সকাল ৯:৪৯ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পাকিস্তানে প্রলয়ঙ্করী ঝড়ের আঘাতে নিহত ৪৪, আহত ২০০

৭ এপ্রিল ২০১৫, সোমবার:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার-পাখতুনখোয়া প্রদেশে প্রলয়ঙ্করী ঝড়ের আঘাতে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ মানুষ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ব্যাপক আকারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঝড়টিকে ‘মিনি-সাইক্লোন বা ছোট ঘূর্ণিঝড়’ হিসেবে বর্ণনা করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ঝড়টি পেশোয়ার, চারসাড্ডা ও নওশেরা অঞ্চলে তীব্র বেগে আছড়ে পড়ে। শুধু পেশোয়ারেই ২৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে আক্রান্ত অঞ্চলসমূহে গাছপালা ও মোবাইল ফোনের বহু টাওয়ার উপড়ে গেছে। বিধ্বস্ত হয়েছে আধাপাকা ও কাঁচা বহু বাড়িঘর। ভবনসমূহের ধ্বংসস্তূপে গুরুত্বপূর্ণ বহু সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে, উদ্ধারকারী দলের সদস্যরা আক্রান্ত অঞ্চলসমূহে পৌঁছতে বাধার মুখে পড়ছেন। পেশোয়ারে ঝড়ে বেশ কয়েকটি ভবনের ছাদ ধসে পড়ে। বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এদিকে ঝড়ের পর মুষলধার বর্ষণে কয়েকটি এলাকায় ৩ ফুট উঁচু পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ইংল্যান্ড সফরে এখন লন্ডনে অবস্থান করছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জোরেসোরে উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে উদ্ধারকাজ পরিচালনা ও জরুরি ত্রাণ-সামগ্রী সরবরাহে সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নকে মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:১৪ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৫