| সকাল ৯:৪৯ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রতিবাদী নারীর ভূমিকায় সোনাক্ষি

২৭ এপ্রিল ২০১৫, সোমবার:

এতদিন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহাকে বিভিন্ন ছবিতে রোমান্টিক চরিত্রে বেশি দেখা গেছে। পাশাপাশি কিছু অ্যাকশন দৃশ্যেও কাজ করেছেন তিনি। তবে অভিনেত্রী হিসেবে সোনাক্ষি এ ধরনের চরিত্র করতে করতে ক্লান্ত। তাই তো সম্প্রতি গতানুগতিক চরিত্রে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় নতুন একটি ছবিতে অভিনয় শুরু করেছেন এ অভিনেত্রী। ছবির নাম ‘আকিরা’। এর কাহিনী লিখেছেন গুণী পরিচালক-লেখক অনুরাগ কাশিয়াপ। আর ছবিটি পরিচালনা করছেন এ আর মুরুগাদস। এ ছবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষি। আর তাই ছবিটি নিয়ে খুব সিরিয়াস তিনি। ‘আকিরা’ ছবিতে সোনাক্ষিকে দেখা যাবে একজন প্রতিবাদী নারীর ভূমিকায়, যে কিনা নারী অধিকার স্থাপনের জন্য কাজ করে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হন। সোনাক্ষি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন কনকনা সেন শর্মা, অনুরাগ কাশিয়াপসহ অনেকে। এদিকে এ ছবিতে প্রথমবারের মতো বাবা দাপুটে অভিনেতা শত্রুঘœ সিনহার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সোনাক্ষি সিনহাকে। বিষয়টি দর্শকদের জন্য চমক হিসেবে ধরা দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন পরিচালক। এ ছবিতে অভিনয় করার সময় অন্য কোন ছবির কাজ করবেন না সোনক্ষি। আর তাই তো এখন টানা এর কাজ শেষ করছেন তিনি। এ বিষয়ে সোনাক্ষি বলেন, ‘আকিরা’ আমার ক্যারিয়ারের একটি মাইলফলক হয়ে থাকবে বলে বিশ্বাস। কারণ, এ ছবিতে স্বপ্নের চরিত্রে অভিনয় করছি আমি। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণের বড় সুযোগ এটি আমার জন্য। এখানে প্রতিবাদী নারীর ভূমিকায় কাজ করছি। এর বেশি কিছু আর বলতে চাই না। তবে এখানে আমি বাবার সঙ্গে কাজ করতে পারছি বলে অনেক ভাল লাগছে। আশা করছি অনেক ভাল কিছু হবে।

সর্বশেষ আপডেটঃ ৪:১৭ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৫