| রাত ২:৩৯ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ধোবাউড়ায় ভূয়া প্রকল্পের নাম দিয়ে লাখ টাকা নিয়ে পরিচালক উধাও

কবির উদ্দিন,ধোবাউড়াঃ ২৬ এপ্রিল,
ধোবাউড়ায় সোলার সি’রিনেবল এনার্জি নামে একটি প্রকল্পের ভূয়া কার্যক্রম দেখিয়ে  লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন প্রকল্পের পরিচালক হুমায়ন কবির।  এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা মোড়ের ব্যবসায়ী সাহাব উদ্দিন জানান, তার কাছে একটি চেক দিয়ে এক লক্ষ টাকা নিয়ে যায়। পরে ব্যাংকে খোজ নিয়ে জানা যায় একাউন্টে কোন টাকা জমা নেই। ইতি মধ্যে ঐ চেকটিকে ডিসঅনার করা হয়েছে । এ ঘটনার দীর্ঘদিন অতিবাহিত হলেও হুমায়ন কবির টাকা ফেরত না দেওয়ায় আজ সোমবার মামলা করবেন বলে জানিয়েছেন ব্যবাসায়ী সাহাব উদ্দিন। স্থানীয় একাধিক সূত্র জানায় সাহাব উদ্দিন ছাড়াও সোলার দিয়ে সেচ স্থাপনের কথা বলে আরও অনেকের কাছ থেকে এভাবে চেক দিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নেয়।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৯ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৫