| রাত ৯:৩৩ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খালেদার বক্তব্য মিথ্যার ফুলঝুরি -প্রধানমন্ত্রী

অন লাইন ডেস্ক, | ২৬ এপ্রিল ২০১৫, রবিবার,

সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যকে মিথ্যার ফুলঝুরি এবং দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি উনার পুরো বক্তব্য শুনিনি। শেষদিকে শুনেছি। উনি সুলিখিত বক্তব্য পাঠ করেছেন। অত্যন্ত চমৎকার মিথ্যার ফুলঝুরি দিয়ে গেছেন।
গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ইন্দোনেশিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন শেখ হাসিনা। তিনি গণমাধ্যমের ভূমিকার কঠোর সমালোচনা করেন। প্রধানমন্ত্রী একাধিক ছবি দেখিয়ে বলেন, বাংলামোটরে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীদের গাড়ি একটি ছেলেকে চাপা দিয়েছে। কোন মিডিয়ায় সে ছবি আসেনি। কাওরান বাজারে খালেদার নিরাপত্তারক্ষীরা সাধারণ মানুষের ওপর গুলি করেছে। কোন পত্রিকায় সে ছবি আসেনি। খালেদা জিয়া যে প্রচারণার সময় আচরণ বিধি লঙ্ঘন করছেন কোন মিডিয়া সে প্রশ্ন তোলেনি।

সর্বশেষ আপডেটঃ ৭:১৪ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৫