| সকাল ৮:২৪ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিনা নতুন মহাপরিচালক ড. মোঃ শমসের আলী

স্টাফ রিপোর্টার, ২৬ এপ্রিল,
বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউটের (বিনা) নতুন মহাপরিচালক হিসেবে ড. মোঃ শমসের আলী যোগদান করেছেন। তিনি গত ২০ এপ্রিল বিকালে বিনায় যোগদান করার আগে তিনি ১৯৮৩ সনে গাজীপুরস’ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন, ২০১২ সনে একই প্রতিষ্ঠানে পরিচালক (গবেষণা) পদে দায়িত্ব পালন করেন, ২০১৩ সনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে প্রেষণে নিযুক্ত হন এবং গত ১৯ এপ্রিল ২০১৫ তারিখে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ লাভ করেন।

তিনি ৪ মে ১৯৫৮ ইং সালে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের এক সম্ভ্রানত পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বহুমুখি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, আনন্দ মোহন সরকারী কলেজ থেকে এইচএসসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কৃষি (সম্মান) ও স্নাতকোত্তর কৃষি (কৌলত্ব ও উদ্ভিদ প্রজনন) ডিগ্রী এবং যুক্তরাজ্যের নিউ ক্যাসেল আপন টাইন ইউনির্ভাসিটি থেকে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন।
তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র ও এক কন্যা সন-ানের জনক।

সর্বশেষ আপডেটঃ ৬:৫০ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৫